আর্কাইভ
লগইন
হোম
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
দ্য নিউজ ডেস্ক
September 13, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
2 ঘন্টা আগে
শহিদুল আলমসহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের ইসরাইলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) রাতে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার ৯টি জাহাজ। সেইসঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরাইলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করে তেলআবিব। দ্রুত তাদের ফিরিয়ে দেওয়া হবে নিজ দেশে। এই নৌবহরের 'কনশানস' নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরাইলে আছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
2 দিন আগে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ সৃষ্টির পর এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ সংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে গত বছরের ০৭ আগস্ট বেসরকারি পত্র (ডিও) দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
3 দিন আগে
একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এই তারকাজুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন। জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুইজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
3 দিন আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ০৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে তা ক্লাস বর্জনের ঘোষণা দেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ০৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে। গত শনিবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘TWO ONE’ নামক ফেইসবুক পেইজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাপস দাস বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই অনেক লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে তারা কিভাবে যথাসময়ে আসবে?