‘আ.লীগ ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব, প্রমাণ ডাকসু’: ব্যারিস্টার ফুয়াদ
আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না বলে তুলে ধরার চেষ্টা করছে একটি মহল। তবে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব।’