আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরবে পৌঁছেছেন ৮০,৭২৩ হজযাত্রী, এ পর্যন্ত মৃত্যু ১৫ জনের
সৌদি আরবে পৌঁছেছেন ৮০,৭২৩ হজযাত্রী, এ পর্যন্ত মৃত্যু ১৫ জনের
দ্য নিউজ ডেস্ক
May 31, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে হজযাত্রীদের জন্য ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ
সারাদেশে হজযাত্রীদের জন্য ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ
1 দিন আগে
চলতি বছরের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে মোট ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (১৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৭ জানুয়ারি)  এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে। হজযাত্রীরা কোন তারিখে টিকা নেবেন, তা পরবর্তীতে তাদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: ড. আসিফ নজরুল
যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: ড. আসিফ নজরুল
1 দিন আগে
যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। বাড়তি ভিউ পাওয়া যায়। কোনো সংস্কার হয়নি- এটা ঠিক নয়, যথেষ্ট হয়েছে। যদি এক্সপেকটেশন ১০ থাকে অন্তত ৪ তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি। আমরা সবার সঙ্গে এত কনসাল্টেশন করেছি, ৭২-এর সংবিধান প্রণয়নের সময়ও করা হয়।
‘সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়’: নির্বাচন কমিশনার
‘সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়’: নির্বাচন কমিশনার
1 দিন আগে
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, যে কারণে আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা
2 দিন আগে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোট নিয়ে গ্রামের সাধারণ মানুষেরা না জানার কথা নয়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজেরাও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে। যে পার্টি এসেছে তারা নিজেদের মতো সংস্কার করেছে। গণভোটে পজেটিভ দিক আছে। এর আগে যেটা ঘটেছে তা হলো রাজনৈতিক দল ক্ষমতাবান হলে একতরফাভাবে কাজ করেছে। আমরা বলেছি যেই ক্ষমতায় আসুক তারা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের সঙ্গে নিয়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে। তবেই বাংলাদেশের মানুষের ইচ্ছার, আশার প্রতিফলন ঘটবে।