আর্কাইভ
লগইন
হোম
‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
দ্য নিউজ ডেস্ক
May 04, 2025
শেয়ার
‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
সোর্স: https://mzamin.com/news.php?news=159373
মন্তব্য

কোন মন্তব্য নেই।

সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে সংসদীয় আসন সংখ্যা বেড়ে ৬, মিষ্টি বিতরণ এলাকায়
গাজীপুরে সংসদীয় আসন সংখ্যা বেড়ে ৬, মিষ্টি বিতরণ এলাকায়
40 মিনিট আগে
জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনকে বাড়িয়ে ৬টি আসন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ২/৩ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সর্বশেষ আদমশুমারী অনুসারে ও জনসংখ্যার ঘনত্বের আনুপাতিক হিসাবে গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। পুনঃনির্ধারিত নতুন ৬ আসনের এলাকাগুলো হলো গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানার সবগুলো ওয়ার্ড অর্থাৎ ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত, পূবাইল থানার ৪টি ওয়ার্ড ৩৯, ৪০, ৪১ ও ৪২ নাম্বার ওয়ার্ড এবং গাছা থানার ৭টি ওয়ার্ডের ৫টি যথাক্রমে ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড। বাকি ৩২ ও ৩৩ নাম্বার ওয়ার্ড গাজীপুর ২ আসনে সংযুক্ত হয়েছে। অর্থাৎ গাজীপুর ৫ আসন থেকে পূবাইল থানার ৪টি ওয়ার্ডকে কর্তন করে নতুন ৬ আসনে সংযুক্ত করা হয়েছে।
বেনাপোল বন্দরে বকশিসের নামে ঘুষ বাণিজ্য, ৫০ আনসারকে বদলি
বেনাপোল বন্দরে বকশিসের নামে ঘুষ বাণিজ্য, ৫০ আনসারকে বদলি
23 ঘন্টা আগে
বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এখানেে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে ১৩৭ জন আনসার সদস্য। তাদের পাশাপাশি আরও দায়িত্ব পালন করছেন বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমা’র ১২৯ জন সদস্য। সম্প্রতি তাদের বিরুদ্ধে বকশিসের নামে পণ্যবাহী ট্রাক থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। যার ভিত্তিতে আনসার বাহিনীর ৫০ জন সদস্যকে বন্দর থেকে বদলি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে অন্যত্র বদলি করা হবে। একই কারণে পিমা সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল স্থলবন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার (পিসি) অসিত কুমার। তিনি জানান, বেনাপোল আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই বদলির সিদ্ধান্ত নিয়েছেন ঊর্র্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রাকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য জানান, প্রতি সপ্তাহে আনসার সদস্যদের নিজেদের পছন্দের গেটে পোস্টিং নিতে ডাক নেওয়া হয়। এই ডাকের মাধ্যমে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা দিতে হতো আনসার কমান্ডারকে।
ফতেহ লোহানী রূপকার ছিলেন, বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের
ফতেহ লোহানী রূপকার ছিলেন, বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের
2 দিন আগে
আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান। যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত সবার কাছে । তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। তিনি দক্ষ আবৃত্তিকার হিসাবেও প্রশংসিত ছিলেন এবং অভিনয় করেছেন ৪৪টি সিনেমা ও অনেক নাটকে। গত শতাব্দীর ১৯২৩ সালের ১১ মার্চ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এ গুণী ব্যক্তিত্ব। তার বাবা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। তার মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা ও লেখিকা। তাই কলকাতায় ছেলেবেলা ও শিক্ষাজীবন অতিবাহিত হয় ফতেহ লোহানীর। তিনি কলকাতার সেন্ট মেরিজ ক্যাথেড্রাল মিশন হাইস্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন।