আর্কাইভ
লগইন
হোম
সিরাজগঞ্জ
বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। তবে এই তালিকায় স্থান পাননি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনকচাঁপা। কিন্তু গতকাল সোমবার (০৩ নভেম্বর) ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা যায়, ঐ আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাততঃ স্থগিত রেখেছে দল। দলীয় মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও আস্থাভরা মনোভাব প্রকাশ করেছেন। গতকাল সোমবার (০৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’
2025-11-04
‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
2025-05-04
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আয়নাঘরে আটক রেখে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া বৃদ্ধ আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে গত শুক্রবার (০২ মে) রাতে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। গতকাল শনিবার (০৩ মে) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন এবং বলেন, ঘটনার সঙ্গে জড়িত গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র।