আর্কাইভ
লগইন
হোম
সিরাজগঞ্জ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোট নিয়ে গ্রামের সাধারণ মানুষেরা না জানার কথা নয়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজেরাও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে। যে পার্টি এসেছে তারা নিজেদের মতো সংস্কার করেছে। গণভোটে পজেটিভ দিক আছে। এর আগে যেটা ঘটেছে তা হলো রাজনৈতিক দল ক্ষমতাবান হলে একতরফাভাবে কাজ করেছে। আমরা বলেছি যেই ক্ষমতায় আসুক তারা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের সঙ্গে নিয়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে। তবেই বাংলাদেশের মানুষের ইচ্ছার, আশার প্রতিফলন ঘটবে।
2 দিন আগে
সিরাজগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
সিরাজগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য
2025-10-15
সিরাজগঞ্জ জেলার চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে এক আনসার সদস্যের শটগান নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় ৩ দিন ধরে উদ্ধার অভিযান চলছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, দেশজুড়ে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান গত ০৪ সেপ্টেম্বর থেকে চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গত সোমবার (১৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনা নদীতে প্রশাসনের সঙ্গে অভিযানে গেলে আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের কাছে থাকা শটগানটি নদীতে পড়ে যায়। তাবিউর চৌহালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।