‘আয়নাঘরে’ ৬ মাস আটক, পল্লী চিকিৎসক গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আয়নাঘরে আটক রেখে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া বৃদ্ধ আব্দুল জুব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে গত শুক্রবার (০২ মে) রাতে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গতকাল শনিবার (০৩ মে) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন এবং বলেন, ঘটনার সঙ্গে জড়িত গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র।