আর্কাইভ
লগইন
হোম
সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দ্য নিউজ ডেস্ক
October 25, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: নীলা চৌধুরী
এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: নীলা চৌধুরী
13 ঘন্টা আগে
বিগত ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। এর পূর্বে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল- হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি-দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার (২০ অক্টোবর) ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। সেই মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।
 আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
16 ঘন্টা আগে
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এই সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে।
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা-কামালের রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা-কামালের রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর
2 দিন আগে
গতবছর জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করতে আগামী ১৩ নভেম্বর তারিখ ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ঘোষণা করেন। এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলায় হাসিনা-কামাল ছাড়া আরেক আসামি হলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরমধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন মনে করে, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’ (সত্য ও পূর্ণ প্রকাশ) হয়েছে।
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
2 দিন আগে
বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদীপক্ষের নারাজি মন্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এই আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইম হোসেন জানান, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালান মাহমুদুল আলম বাবু ও তার কর্মী সমর্থকরা। ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।