মুন্সীগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী লালু ৩ সহযোগীসহ গ্রেফতার
মুন্সীগঞ্জ জেলার শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়- আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গজারিয়া থানায় অন্তঃত ৪ থেকে ৫টি হত্যা মামলা ও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়াও চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।