আর্কাইভ
লগইন
হোম
আসামী
ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক এমপি সাকিব আল হাসানকে দুদকে তলব
বাংলাদেশের শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামী ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।
2025-11-20
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদী চার্জশুনানির সময় পেলেন
সরকারি সম্পত্তি আত্মসাৎ: সালাম মুর্শেদী চার্জশুনানির সময় পেলেন
2025-10-19
ঢাকার গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী। আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির হোসেন প্রামানিক সময়ের আবেদন মন্জুর করেন। এদিন আসামি আব্দুস সালাম মুর্শেদী, নুরুল হক, রহমান ভুঁইয়া ও মাহবুবুল হকের পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়। অপরদিকে, মামলার আসামি ইফফাত হক ও তার স্বামী মোহাম্মদ আব্দুল মঈনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপর আদালত অন্য আসামিদের জন্য চার্জশুনানির পরবর্তী দিন আগামী ২৬ নভেম্বর ধার্য করেন। এদিন আসামি সালাম মুর্শেদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দেন।