‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’: নাহিদ ইসলাম
মুজিব পরিবারের জমিদারি ভাঙা হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও লড়াই করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
নাহিদ বলেন, বিগত দিনে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল। তারা কখনো সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইনসাফ করেনি। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, তা ভেঙেছি আমরা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।
এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে গড়ব, ইনসাফের ভিত্তিতে শান্তির ভিত্তিতে আমরা দেশটাকে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিতে চায়, জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।