আর্কাইভ
লগইন
হোম
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ জেলা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ জেলা
দ্য নিউজ ডেস্ক
December 31, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
7 ঘন্টা আগে
দেশের বেশির ভাগ কয়েকদিন ধরে এলাকায় কুয়াশার দাপট চলছে। আজ সকালে রাজধানীসহ কয়েকটি এলাকায় কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা কমে গেছে। গোপালগঞ্জে আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে সারা বাংলাদেশ!
শৈত্যপ্রবাহের দাপটে কাঁপছে সারা বাংলাদেশ!
2 দিন আগে
পৌষের মাঝামাঝিতে এসে ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশ। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘনকুয়াশা মিলিয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক দিন এমন শীতের অনুভূতি থাকতে পারে। ঘনকুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। অনেক এলাকায় ভোরের দিকে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
3 দিন আগে
মাত্র তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বিভিন্ন চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা ছিল ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’ গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় দানবাক্স থেকে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করে থাকেন। এসব দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু করা হবে। 
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
4 দিন আগে
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে ৩ মাস ২৭ দিনে মিলেছে ৩৫ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্দুকে। এর পূর্বে, চলতি বছরের ৩০ আগস্ট এই মসজিদের দান বাক্সে ৪ মাস ১৭ দিনে পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এ ছাড়াও পাওয়া যায় বিপুল স্বর্ণ-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা। মসজিদ কর্তৃপক্ষ জানায়,আজ শনিবার সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় বিপুল পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।