আর্কাইভ
লগইন
হোম
গোপালগঞ্জ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে গোপালগঞ্জ জেলা
গোপালগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে গোপালগঞ্জে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, দিনের বেলাতেও সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ ঠান্ডাজনিত ও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ বুধবার সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ ঠান্ডাজনিত ও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
2025-12-31
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
2025-08-23
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদের পানিতে পড়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উদ্ধার কাজ চলছে। এখনও কোনো লাশ উদ্ধার হয়নি। তবে আহত হয়েছেন অন্তত ১০ জন। উদ্ধার কাজ শেষ হলে কেউ নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।
আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে
আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে
2025-07-31
আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টারপ্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।