আর্কাইভ
লগইন
হোম
ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে বান্দরবানের ‘আলীর সুড়ঙ্গ’ রহস্যপথ
ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে বান্দরবানের ‘আলীর সুড়ঙ্গ’ রহস্যপথ
দ্য নিউজ ডেস্ক
আগস্ট ০৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
10 ঘন্টা আগে
অনেক মানুষের চোখে ভারতের বড় পরিচয়— অভাব-অনটন, অনাহার, বেকারত্ব আর ভিখারি। অনেকের দৃষ্টিতে এসবই ভারতের বড় পরিচয় বহন করছে। আবার কেউ কেউ ভারতকে এখনো গরিব দেশ হিসেবেই দেখে থাকেন। কিন্তু এই ভারতেই রয়েছে এমন এক গ্রাম, যা পুরো বিশ্বের কাছে এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার বড় অন্যতম হচ্ছে— ভারতের গুজরাটেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম মধপর। গুজরাটের কচ্ছ জেলার অন্তর্গত মধপর গ্রাম সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া একটি তথ্যানুযায়ী, এই গ্রামের প্রায় ৯২,০০০ বাসিন্দার ব্যাংকে মোট ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছাড়িয়েছে ৫,০০০ কোটি টাকা।
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
14 ঘন্টা আগে
সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে লিটন দাসের দল ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৮ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ও’দাউদ এবং ভিক্রমজিৎ সিংকে ফেরানোর পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১/১৯ ও সাইফ হাসান ২/১৮। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ আঘাত পায়। পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস ও তানজিদ হাসান মিলে দলকে সামাল দেন। লিটন দাস অপরাজিত ৫৪ রান করেন মাত্র ২৬ বলে, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ করেন ২৪ রান।
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
1 দিন আগে
এবারের এশিয়া কাপ হকির আসর বসেছে ভারতের রাজগিরে । প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।