আর্কাইভ
লগইন
হোম
ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে বান্দরবানের ‘আলীর সুড়ঙ্গ’ রহস্যপথ
ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে বান্দরবানের ‘আলীর সুড়ঙ্গ’ রহস্যপথ
দ্য নিউজ ডেস্ক
August 04, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
2 দিন আগে
বাংলাদেশ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণএক শুরু পেল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি খেলেছেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। এটি ছিল নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ১টি ৬। শারমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি। তিনি করেন ২৯ বলে ৩২ রান। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ভালো করেন মাহি মাধাভান। তিনি নেন ৩ উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
2026-01-12
এই জানুয়ারী মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রত্যেকটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যমে  প্রকাশিত খবর অনুযায়ী, সব কটি সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। এই তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে 'রাক্ষস' সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতোমধ্যে তিনি টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছে গেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও গতকাল শনিবার (১০ জানুয়ারি) পা রেখেছেন সেই দেশে।
আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
2026-01-11
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আজ রোববার (১১ জানুয়ারী) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি মন্তব্য করে করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।
২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি হতে পারে উপযুক্ত ভ্রমণ গন্তব্য
২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি হতে পারে উপযুক্ত ভ্রমণ গন্তব্য
2026-01-08
এই ২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি পর্যটকদের জন্য বাজেট-বান্ধব থাকার ব্যবস্থা, প্রাণবন্ত সৈকত, শান্তি মিলনের স্পট এবং সহজ ভ্রমণ সুবিধা নিয়ে এসেছে। একা, পরিবার বা গ্রুপ—যে কারো জন্যই বালি উপযুক্ত গন্তব্য। বালি: সব ভ্রমণকারীর প্রিয় বালি বহু বছর ধরে পর্যটকদের প্রিয় গন্তব্য। এই ২০২৬ সালে ধীর ভ্রমণ এবং গভীর অভিজ্ঞতার দিকে মনোযোগ বাড়ায়, এই দ্বীপ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কুটা এবং সেমিনিয়াকে মতো হাই-এনার্জি ক্লাব থেকে শুরু করে সার্ফিং-সঙ্গতঃ সৈকত এবং শান্ত অঞ্চলে সহজে যাওয়া যায়, যেমন গিলি টি, নুসা পেনিদা। বালি শুধু রোদ ও সমুদ্র নয়, যোগা রিট্রিট, মেডিটেশন ক্যাম্প, সূর্যোদয় হাইক এবং রাতের পার্টি সবই একসঙ্গে মিলছে, যা একা ভ্রমণকারী, পরিবার বা দম্পতিদের জন্য আদর্শ।