আর্কাইভ
লগইন
হোম
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
দ্য নিউজ ডেস্ক
July 13, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
 মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
মৌসুমীর ‘দেশটা তোমার বাপের নাকি’ এবারে ‘এ যুদ্ধ কবে হবে শেষ’
10 ঘন্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান— ‘দেশটা তোমার বাপের নাকি’ সেই সময় প্রেরণা জুগিয়েছিল। ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই গান গাওয়া নিয়ে দুঃসময়ের কথা তুলে ধরেন এ সংগীতশিল্পী। মৌসুমী চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কথা বলতে পারিনি। আমাদের কোনো বাক্স্বাধীনতা ছিল না। ফলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে। তিনি বলেন, এখন মনে হচ্ছে, বাক্স্বাধীনতা পেয়েও পাইনি। এখন হয়তো স্বাধীনভাবে কথা বলতে পারছি, মুখটা আটকে ধরছে না কেউ, তবু আমরা স্বাধীন নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাচ্ছি। ‘দেশটা তোমার বাপের নাকি’—এ গানটির গল্প জানতে চাওয়া হলে মৌসুমী চৌধুরী বলেন, ১৬-১৭ বছর থেকেই আন্দোলন হচ্ছে। আমি ২০২২ সালে বিএনপির মহাসমাবেশ থেকে আন্দোলনে শামিল হয়েছি। গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে। গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু।
 এবার জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হলেন মোনালিসা
এবার জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হলেন মোনালিসা
11 ঘন্টা আগে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অনেকটা দূরে রয়েছেন। তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অংশ নিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সম্প্রতি শুরু হওয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে। যেখানে জায়েদ খানের নানা প্রশ্নের উত্তর দেবেন মোনালিসা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে অনুষ্ঠানটি প্রচার হয়। গত জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। গতকাল শুক্রবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নতুন পর্বটি প্রচার হয় ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।