আর্কাইভ
লগইন
হোম
প্যারিস
ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
ফ্রান্সের প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শহরের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
2025-12-23
প্যারিসে সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ-এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
প্যারিসে সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ-এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
2025-04-12
ফ্রান্সের প্যারিসে 'সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ'-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বণার্ঢ্য এই আয়োজন গত ০৬ এপ্রিল (রোববার) প্যারিসের উপকন্ঠ স্তা-তে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও কালচারাল সেন্টারের হলরুম প্রবাসীদের মিলমেলায় পরিণত হয়েছিল। দুই পর্বের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক বিভাগের সহকারী পরিচালক সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম ও শিল্পী ওমর ফারুকের যৌথ পরিচালনায় প্যারিস শিল্পী গোষ্ঠী ও প্যারিস থিয়েটারের যৌথ পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি, দর্শক পর্ব ও নাটিকায় মুগ্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।