আর্কাইভ
লগইন
হোম
যেমন হয় ফ্রান্সে কোরবানির ঈদ
যেমন হয় ফ্রান্সে কোরবানির ঈদ
দ্য নিউজ ডেস্ক
June 05, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
 ওয়াস্ট কেয়ার ফান্ড: সম্মাননা পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাসিম মিয়া
ওয়াস্ট কেয়ার ফান্ড: সম্মাননা পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাসিম মিয়া
14 ঘন্টা আগে
বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরদের সম্মান জানাতে প্রতিষ্ঠিত ওয়াস্ট কেয়ার ফান্ডের আওতায় এবার সম্মাননা পেয়েছেন ওয়ার্ডপ্রেস কোর কন্ট্রিবিউটর, প্লাগইন ও থিম ডেভেলপার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাসিম মিয়া। সম্মানসূচক এই ফান্ডের আওতায় তিনি ১৩তম বাংলাদেশি হিসাবে নির্বাচিত হয়েছেন। কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন রিয়ার্ডস হিসেবে পরিচিত ওয়াস্ট কেয়ার বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ে স্বেচ্ছাসেবী অবদানের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। নাসিম মিয়া এই সম্মাননার অংশ হিসেবে পেয়েছেন ৫০০ ইউরো সম্মানী, ডিজিটাল সার্টিফিকেট ওয়াস্ট ব্যাজ। এটা বিশ্বজুড়ে তার অবদানকে তুলে ধরে।
নতুন সিনেমায় আসছেন মন্দিরা চক্রবর্তী
নতুন সিনেমায় আসছেন মন্দিরা চক্রবর্তী
16 ঘন্টা আগে
নবাগতা মন্দিরা চক্রবর্তী গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’য় অভিনয় করেছিলেন। এটি ছিল তার জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজের সঙ্গে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। প্রশংসাও পান বেশ। এই ঈদুল আজহায় রাজ ও মন্দিরা দুইজনই হাজির হয়েছেন পর্দায়, তবে ভিন্ন দুই সিনেমাতে। রাজকে দেখা গেছে সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’র মুখ্য চরিত্রে। আর মন্দিরা হাজির হন মিঠু খানের ‘নীলচক্র’তে। সেখানে আবার তিনি জুটি বেঁধেছিলেন আরিফিন শুভ’র সঙ্গে। তবে, নতুন খবর হলো-আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাজ-মন্দিরা। এবারের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’। সিনেমাটি বানাচ্ছেন মিঠু খান। তিনি জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা হয়েছে। এখন তিনি চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন। সিনেমার গল্পটা মফস্বল শহরের প্রেম নিয়ে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় হবে সিনেমার চিত্রায়ন। সিনেমাতে ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীকেও দেখা যেতে পারে। মুক্তির জন্য আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রাখছেন নির্মাতারা।
পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
20 ঘন্টা আগে
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮১ হাজারেরও বেশি দর্শকের সামনে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের নায়ক কোল পালমার প্রথমার্ধেই করেছেন জোড়া গোল এবং করিয়েছেন একটি। চেলসি প্রথমার্ধেই খেলা শেষ করে দেয়। ২২তম ও ৩০তম মিনিটে ২টি দৃষ্টিনন্দন বাম পায়ের শটে গোল করেন কোল পালমার। দুইবারই পেনাল্টি বক্সের কিনারা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। ৪৩তম মিনিটে তার থ্রু পাস থেকেই নিখুঁত চিপে গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করেন হুয়াও পেদ্রো। খেলা শেষে 'ম্যান অব দ্য ম্যাচ' পালমার বলেন, “অসাধারণ এক অনুভূতি। তারচেয়েও ভালো লাগছে এই কারণে যে, অনেকে আমাদের নিয়ে সন্দিহান ছিল। কিন্তু আমরা জানতাম, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেই জিততে হবে।” ২৩ বছর বয়সী পামার মাত্র দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন। এবারের মৌসুমে ১৮টি গোল করে শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে।
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
1 দিন আগে
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেম করে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন।  বর্তমানে এই অভিনেত্রী রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানকার নিয়ম অনুযায়ী, নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহজাবীন। তালাবন্দির পর সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে তিনি। গতকাল শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালাবন্দির একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন। ঐ ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্রিজের উপর তালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ঐ তালাতে আদনান ও মেহজাবীনের নাম রয়েছে। পরে সেই তালাটি একটি রেলিংয়ে লাগিয়ে দেন তিনি। এরপর তাকে উচ্ছাসিত অবস্থায় দেখা যায়। এমনকি, তালার দিকে উড়ন্ত চুমো দিতেও দেখা যায়।