আর্কাইভ
লগইন
হোম
মেহজাবীন চৌধুরী
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এই সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন।
1 দিন আগে
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
2025-07-21
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১০ সালে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার। শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
মেহজাবীন প্যারিসে, দিলেন স্বামীর নামে প্রেম তালা
2025-07-13
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেম করে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন।  বর্তমানে এই অভিনেত্রী রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানকার নিয়ম অনুযায়ী, নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহজাবীন। তালাবন্দির পর সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে তিনি। গতকাল শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালাবন্দির একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন। ঐ ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্রিজের উপর তালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ঐ তালাতে আদনান ও মেহজাবীনের নাম রয়েছে। পরে সেই তালাটি একটি রেলিংয়ে লাগিয়ে দেন তিনি। এরপর তাকে উচ্ছাসিত অবস্থায় দেখা যায়। এমনকি, তালার দিকে উড়ন্ত চুমো দিতেও দেখা যায়।
বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে: মেহজাবীন চৌধুরী
বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয়েছে: মেহজাবীন চৌধুরী
2025-05-29
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোটপর্দায় আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন, নাটক ও ওটিটি সিরিজে নিয়মিত অভিনয় করলেও এর মধ্যে বড়পর্দায় অভিষেক হয়েছে। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। এ সিনেমাটি সিনেমাপ্রেমী দর্শকরা গ্রহণ করেছেন। অভিনেত্রীকে 'প্রিয় মালতী' বলেও ডাকা শুরু করেছেন।