আর্কাইভ
লগইন
হোম
মেহজাবীন চৌধুরী
চলতি ২০২৫ সালে বিয়ে করেছেন যেসব তারকারা
এই ২০২৫ সালে বিনোদন জগতের তারকাদের জীবনে দীর্ঘ সম্পর্ক, পরিণয় কিংবা নতুন জীবনে পথচলায় কেমন ছিলেন। গত এক বছরে কোন কোন তারকা নতুন জীবনে প্রবেশ করেছেন? এমন অনেক তারকা তার ক্যারিয়ার জীবনের পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করেছেন। সেই সঙ্গে সাফল্য যেমন পেয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগতজীবনেও যোগ হয়েছে নতুনমাত্রা। গত এক বছরে এমন কিছু তারকাকে নিয়েই ফিরে দেখা। এককথায় ২০২৫ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোতেও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটিই প্রত্যাশা বিনোদনপ্রেমী ভক্ত-অনুরাগীদের। আজ তাদের নিয়ে বছর শেষে আলোচনা।
20 ঘন্টা আগে
বিয়ের ৫ মাস পর মেহজাবীন-আদনান দম্পতি হানিমুনে, কোথায় তারা?
বিয়ের ৫ মাস পর মেহজাবীন-আদনান দম্পতি হানিমুনে, কোথায় তারা?
2025-07-27
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দেখতে দেখতে ৫ মাস পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের। এরইমধ্যে একসঙ্গে একাধিকবার বিদেশ সফরে গেছেন এই তারকা জুটি, যদিও বেশিরভাগই ছিল কাজ কিংবা অবকাশ যাপনের উপলক্ষ্য। তবে এবার জানা গেল, নিজেদের হানিমুন উদযাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির শিল্প-সংস্কৃতির শহর লেইক কমোতে। গত শনিবার ফেসবুকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেইক কমো থেকে একাধিক ছবি শেয়ার করেন মেহজাবীন। কিছু ছবিতে তাকে দেখা যায় নীলচে পোশাকে লেইকের পাড়ে একা দাঁড়িয়ে, আবার কিছু ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন একান্ত রোমান্টিক মুহূর্তে।
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
মেহজাবীন চৌধুরী কি কানাডায় স্থায়ী হচ্ছেন?
2025-07-21
‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১০ সালে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর গত দেড় দশকে অভিনয়ে ঈর্ষান্বিত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজের পর বড় পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। নিজের প্রথম ও দ্বিতীয় সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন। একের পর এক চলচ্চিত্র উৎসবে পেয়েছে প্রশংসা ও পুরস্কার। শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গেল বছরের ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটির জন্য প্রশংসিতও হন তিনি। এরপর ৭ মাস পেরিয়ে গেলেও আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এই সময়টা তিনি দেশ-বিদেশে ঘুরে কাটাচ্ছেন।