আর্কাইভ
লগইন
হোম
দুবাইয়ে মেয়ের জন্য বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!
দুবাইয়ে মেয়ের জন্য বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!
দ্য নিউজ ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি অহন-অনীত!
11 ঘন্টা আগে
সচরাচর সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়। তাই এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু। কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে। দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।
‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
2 দিন আগে
লালনকন্যা খ্যাত গায়িকা নাসরিন আক্তার বিউটি ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে পেশাদারি গানের জগতে পা রাখেন। এরপর থেকে নিয়মিত নতুন গান ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গ উঠতেই বিউটি বলেন, সম্প্রতি আমার কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হলো- ‘যখন তোমায় মনে পড়ে’, ‘শুনতে পাও’, ‘যে আগুনে পোড়া এ মন’, ‘কষ্ট’সহ আরও কিছু গান। বর্তমানে আপনাকে স্টেজে কম দেখা যাচ্ছে কেন? বিউটি বলেন, দেশের এই পরিস্থিতিতে স্টেজ শো করাটা নিরাপদ মনে হয় না। মাঝে-মধ্যে ইনডোর শো করছি। চ্যানেলগুলোতে গাইছি। লালনের ১০০ গান নিয়ে একটি চ্যানেল করার কথা ছিল। সেই কাজ কতোদূর? তিনি বলেন, ‘লালনকন্যা’ নামে একটি চ্যানেলের পরিকল্পনা আছে। ১০টি গানের কাজ শেষ করেছি। মিউজিক ভিডিও করা বাকি।