আর্কাইভ
লগইন
হোম
বলিউড
সোনাক্ষীর যে কারণে ভারতীয় গণমাধ্যম নিয়ে ক্ষোভ
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘর্ষ নিয়ে উত্তাল দুই দেশ। দুই দেশের এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গতকাল শুক্রবার (০৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় মূলধারার সংবাদ চ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্ক জাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভারতীয় নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে- শুরুতে উল্লেখ করে তাদের সংবাদ পরিবেশনা নিয়ে সোনাক্ষী বলেন, এই চিৎকার, চেঁচামেচি, ওভারড্রামাটিক ভিজ্যুয়াল আর সাউন্ড ইফেক্ট- আপনারা কী করছেন? শুধু আপনাদের কাজটা করুন, ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই রিপোর্ট করুন। এরপর অভিনেত্রী আরও লেখেন, যুদ্ধকে সেনসেশনাল করে তুলে ধরবেন না, আর মানুষকে আতঙ্কিত করবেন না, যারা এমনিতেই উদ্বিগ্ন। দয়া করে সত্যিকারের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে নিন আর সেটাই অনুসরণ করুন… সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।
10 ঘন্টা আগে