আর্কাইভ
লগইন
হোম
বলিউড
নতুনরূপে ভক্তদের মাঝে মোহনীয় হয়ে উঠছেন জয়া
দুই বাংলার বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টালিউডেও সমানতালে কাজ করে চলেছেন। এমনকি বলিউডেও কাজ করছেন তিনি। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। জয়া আহসান অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ফ্যাশন-গ্ল্যামারেও ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও আলোচনার গুঞ্জন ওঠে। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়, নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন অভিনেত্রী।
11 ঘন্টা আগে
প্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন!
প্রিয়াঙ্কা চোপড়া একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন!
2025-08-10
গায়ের রং নিয়ে কটাক্ষ, ক্যারিয়ারের শুরুতে অবহেলার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। বলিউড হোক বা হলিউড- এই অভিনেত্রীকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা তিনি। প্রিয়াঙ্কার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে। সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না!‍ এরপর বলিউডের সীমানা পেরিয়ে হলিউডেও নিজের একটি শক্ত জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। বয়:সন্ধি পর্যায়ে তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তার প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা- যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।