আর্কাইভ
লগইন
হোম
বলিউড
আজানের সময় গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম
বলিউডের গায়ক সোনু নিগম কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেই আজানকে সম্মান জানিয়েই এবার অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম। সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। আর সেখানেই ভাইরাল হলো সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত। মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। এমন সময়ের ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক। ভিডিওতে সোনু নিগমকে বলতে শোনা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এই সময় গায়ককে বলতে শোনা যায়, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।
6 ঘন্টা আগে
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
2025-10-07
গত দুইমাস পূর্বে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি তদন্তও চলছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (০৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)। ইকোনমিক অফেন্সেস উইং সংবাদমাধ্যমটিকে জানায়, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ ৫ জনের বক্তব্য নেওয়া হয়েছে।