আর্কাইভ
লগইন
হোম
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
দ্য নিউজ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
2025-08-11
আবু তাহের দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হয়েছেন। পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি গত শনিবার (০৯ আগস্ট) তাঁকে পদোন্নতি দেয়। বিগত ১৯৭৩ সালে সাংবাদিকতা পেশায় আসা আবু তাহের একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিয়মনীতি ও পেশাদারত্বে একনিষ্ঠার জন্য তাঁর খ্যাতি। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষ এই সিনিয়র সাংবাদিক সাময়িকী ‘সূর্যোদয়’-এ জগৎ সংসারের অনাচার-অসংগতির ওপর টানা ৯ বছর ব্যক্তিগত নিবন্ধ ‘বালিশ কথন’ লিখে সাড়া ফেলেন। দেশবাংলায় লিখতেন ‘দেখিয়া শুনিয়া’। প্রকাশিত বই ৪টি।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক, নিন্দা, শাস্তির দাবি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক, নিন্দা, শাস্তির দাবি
2025-08-09
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এই মিডিয়া সংগঠনটি। গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতের এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফ-এর আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। নেতারা বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ” বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।
‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু হলো জুলাই চেতনা বুকে নিয়ে
‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু হলো জুলাই চেতনা বুকে নিয়ে
2025-07-17
দেশের গণজাগরণ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ পতনের অন্যতম অনুপ্রেরণার মাস ‘জুলাই চেতনা’কে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন গণমাধ্যম ‘বাংলা এডিশন’(banglaedition.com)। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। গতকাল বুধবার (১৬ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এর উদ্বোধন করা হয়।