আর্কাইভ
লগইন
হোম
জাফলং পিয়াইন নদীতে নেমে তরুণ পর্যটক নিখোঁজ
জাফলং পিয়াইন নদীতে নেমে তরুণ পর্যটক নিখোঁজ
দ্য নিউজ ডেস্ক
জুলাই ২৬, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
1 দিন আগে
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিজান, রিয়াজ ও শারমিন। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। নিহত রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার শর্ত শিথিল করলো চীন
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার শর্ত শিথিল করলো চীন
5 দিন আগে
চীনা দূতাবাস বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে। আগামী বছরের (২০২৬) ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এখন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে। তবে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন, যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
6 দিন আগে
অন্যতম শীর্ষস্থানীয় ইউরোপীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী নিয়োগ ও প্রচারের জন্য অফিশিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে ‘ট্রাভেলারকি’কে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা পাবেন। বিশ্বমানের শিক্ষা ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পিবিএস এখন থেকে ট্রাভেলারকির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রসার ঘটাবে। এই সহযোগিতার ফলে ট্রাভেলারকি মূলতঃ বিপণন, প্রচার এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করবে। পিবিএসের যোগাযোগনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার, লিফলেট ও তথ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে সংস্থাটি।
তারেক রহমান দেশে ফিরছেন, প্রস্তুত হচ্ছে ইতিহাস গড়ার মঞ্চ
তারেক রহমান দেশে ফিরছেন, প্রস্তুত হচ্ছে ইতিহাস গড়ার মঞ্চ
6 দিন আগে
প্রায় দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বইছে উৎসবের আমেজ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান উপলক্ষ্যে এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। দিন-রাত কঠোর পরিশ্রমে ব্যস্ত শ্রমিকরা।