আর্কাইভ
লগইন
হোম
সন্ত্রাসবিরোধী আইনে মামলা: পর্তুগালে বাংলাদেশি ফেসবুক গ্রুপে অপপ্রচার
সন্ত্রাসবিরোধী আইনে মামলা: পর্তুগালে বাংলাদেশি ফেসবুক গ্রুপে অপপ্রচার
দ্য নিউজ ডেস্ক
মে ২৬, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
মালয়েশিয়ায় প্রবাসী ভোটার নিবন্ধন ৫০ হাজার ছাড়ালো
17 ঘন্টা আগে
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ এবার বাস্তব রূপ পেয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে। এই সুযোগকে ঘিরে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্স যোদ্ধারা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। সর্বশেষ তথ্যমতে, মালয়েশিয়া থেকে ৫০,৪৩০ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। দিনমজুর থেকে শুরু করে নির্মাণশ্রমিক, কারখানাকর্মী ও পেশাজীবী-সব শ্রেণির প্রবাসীদের মাঝেই নিবন্ধনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
 ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
1 দিন আগে
চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৩,৬৭৮টি অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। তল্লাশিকৃতদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫,২৯৪ জনও ছিলেন। তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০,৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হস্তান্তরের পর আরও ৪১,৩৫৭ জনকে আটক করা হয়।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
1 দিন আগে
মাত্র তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বিভিন্ন চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা ছিল ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’ গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় দানবাক্স থেকে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করে থাকেন। এসব দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু করা হবে। 
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
6 দিন আগে
অন্যতম শীর্ষস্থানীয় ইউরোপীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী নিয়োগ ও প্রচারের জন্য অফিশিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে ‘ট্রাভেলারকি’কে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা পাবেন। বিশ্বমানের শিক্ষা ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পিবিএস এখন থেকে ট্রাভেলারকির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রসার ঘটাবে। এই সহযোগিতার ফলে ট্রাভেলারকি মূলতঃ বিপণন, প্রচার এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করবে। পিবিএসের যোগাযোগনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার, লিফলেট ও তথ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে সংস্থাটি।