আর্কাইভ
লগইন
হোম
এটা হতে পারে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট: জেমস
এটা হতে পারে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট: জেমস
দ্য নিউজ ডেস্ক
October 23, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
4 ঘন্টা আগে
নব্বই দশকে বাংলাদেশে জনপ্রিয় ধারাবাহিক সিরিজ 'ম্যাকগাইভার' প্রচার করে বিটিভি। এরপর ‘আঙ্গাস ম্যাকগাইভার’ চরিত্রটিকে আপন করে নেয় শিশু–কিশোররা। সেই সময় বাংলাদেশে দেদার বিক্রি হয় ম্যাকগাইভারের ছবিসংবলিত খাতা, ভিউকার্ড আর স্টিকার। ম্যাকগাইভার হওয়ার স্বপ্ন দেখতো শিশু–কিশোররা। বিশ্বজুড়ে সাড়া ফেলানো টিভি সিরিজ ম্যাকগাইভার ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারে আনে এবিসি নেটওয়ার্ক। সাত বছর পর ১৯৯২ সালের ২১ মে সিরিজটির প্রচার শেষ হয়। পেশায় গুপ্তচর। বিপদে পড়লে হাতের কাছে যা মেলে, তা দিয়ে তৈরি করে ফেলেন জটিল সব যন্ত্র। আর সেসব যন্ত্র দিয়ে বড় বড় সব কাজ করে ফেলেন—ম্যাকগাইভার। ‘ম্যাকগাইভার’ চরিত্রটিকে প্রাণ দেন- মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। তবে ম্যাকগাইভার নামেই দর্শক তাকে চেনেন এবং জানেন। যদিও তিনি এর আগে টেলিভিশন সোপ অপেরা জেনারেল হসপিটাল–এ ড. জেফ ওয়েবার চরিত্র করে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯২ পর্যন্ত ম্যাকগাইভার সিরিজে কাজ করেন। ১৯৯৭ সালে আরেক মার্কিন টিভি সিরিজ স্টারগেট এসজি-১–এ কাজ শুরু করেন অ্যান্ডারসন। তিনি ২০০৭ সাল পর্যন্ত স্টারগেট এসজি-১-এ কাজ করেন। ২০১৩ সালে মার্কিন টেলিভিশন সিটকম ডোন্ট ট্রাস্ট দ্য বি—ইন অ্যাপার্টমেন্ট টোয়েন্টি থ্রির একটি পর্বে অ্যান্ডারসনকে দেখা যায়। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তখন মেয়ে ওয়াইলির বয়স ১৫ বছর। মূলত মেয়েকে সময় দিতেই অভিনয় ছাড়েন তিনি।
চট্টগ্রামের হাটহাজারীতে ৯ম শ্রেণির শিক্ষার্থী হত্যায় ১০ম শ্রেণির ৩ জন আটক
চট্টগ্রামের হাটহাজারীতে ৯ম শ্রেণির শিক্ষার্থী হত্যায় ১০ম শ্রেণির ৩ জন আটক
1 দিন আগে
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাদের হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়। এর পূর্বে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পুরোনো হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে মুহাম্মদ তানভীরকে হত্যা করা হয়েছে। নিহত মুহাম্মদ তানভীর (১৪), হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
1 দিন আগে
”প্লাস্টিক সার্জারি” এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড-সব জায়গাতেই এই নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এই প্রসঙ্গে মুখ খোলেন। শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা। তিনি আরও বলেন, বোটক্স, এটা–সেটা ব্যবহার করি-এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝে-মধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।