আর্কাইভ
লগইন
হোম
কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন
কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন
দ্য নিউজ ডেস্ক
মার্চ ২৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
1 দিন আগে
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (০৫ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।
কাশ্মীর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’
কাশ্মীর চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘নয়া মানুষ’
3 দিন আগে
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশ্মীর চলচ্চিত্র উৎসব। এর পঞ্চম আসরে অংশগ্রহণ করছে বাংলা চলচ্চিত্র ‘নয়া মানুষ’। জানা যায়, ০১ নভেম্বর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত, ৭ দিনব্যাপী এই উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আজ ০৪ নভেম্বর। নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ২০২৪ সালের ০৬ ডিসেম্বর। এই চলচ্চিত্র নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। তিনি বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে প্রতিনিধিত্ব করছে ‘নয়া মানুষ’। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নেবে।
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
নভেম্বরেই ফ্রান্স প্রবাসীদের ভোটার নিবন্ধন
3 দিন আগে
এই নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সময়ে চালু করা হবে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ। যার মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল। দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্রান্সসহ আরও একাধিক দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, বিদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশি নাগরিক অনলাইনে ফর্ম-২এ পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদ এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার
টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার
3 দিন আগে
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়- সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।