চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গায় সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (০১ ডিসেম্বর) রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়।
হত্যার শিকার সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে সোহেলের গলা কাটা লাশ মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল ইসরাম মনি জানান, সোহেল পেশায় একজন কৃষক ছিলেন। পূর্ব বিরোধ বা পূর্ব কোনো শত্রু তার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।