আর্কাইভ
লগইন
হোম
এবার চুয়াডাঙ্গায় ‘ইত্যাদি’
এবার চুয়াডাঙ্গায় ‘ইত্যাদি’
দ্য নিউজ ডেস্ক
December 22, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি
মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি
1 ঘন্টা আগে
‘ওয়ানএক্সবিট’ নামে একটি বেআইনি বেটিংঅ্যাপের মাধ্যমে কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছিল। বেআইনি এই মামলায় মাসখানেক পূর্বে ২৯ জনের বিরুদ্ধে মামলা রজ্জু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী এবং সাবেক ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন- দক্ষিণী তারকা রানা দগ্গুবতী থেকে বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মাসহ একাধিক তারকা। এবার সে তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এর পূর্বে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি। তদন্তে নেমে একাধিক তারকার নাম উঠে আসে। প্রায় দুই মাস পূর্বে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তাদের বেআইনি বেটিংঅ্যাপকাণ্ডে এবার মামলায় নতুন মোড় নিয়েছে। এই মামলায় জড়িত থাকার শুধু দুই তারকার সম্পত্তি নয়; একাধিক তারকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি।
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন মাসুমা রহমান নাবিলা
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন মাসুমা রহমান নাবিলা
20 ঘন্টা আগে
অমর কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমার নাম ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছর। তবে সে সময় দেশের পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এদিকে ‘বনলতা সেন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন- সময়ের আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্টভাবে জানান, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।
প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র আরিয়ান খান
20 ঘন্টা আগে
এই চলতি বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সদ্য অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। এইদিন বাবার কথা স্মরণ করলেও শেষ পর্যন্ত পুরস্কারটি মা গৌরী খানকে উৎসর্গ করেন আরিয়ান। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয়, আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আরিয়ান বলেন, ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা বা গালিগালাজ না করতে। আজ নিজের প্রথম সিনেমাতে এই মূল্যবোধগুলো প্রয়োগ করতে পেরেই প্রথম পরিচালনার জন্য এই পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।
ওমরাহ-তে ছেলের সঙ্গে দেখা ২ বছর পর, কাঁদলেন ওমর সানী
ওমরাহ-তে ছেলের সঙ্গে দেখা ২ বছর পর, কাঁদলেন ওমর সানী
1 দিন আগে
কর্মসূত্রে দুবাইয়ে বসবাস করছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সন্তান ফারদিন এহসান। এদিকে বাবা ওমর সানী অভিনয়ের বাইরে বাংলাদেশে থেকে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। অন্যদিকে, চিত্রনায়িকা মৌসুমী কয়েক বছর হলো একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি সৌদির জেদ্দাতে গেছেন ওমর সানী। সেখানে ফারদিনও তার ব্যবসায়িক কাজে গেছেন। আর ওখানেই দুই বছর পর বাবা-ছেলের দেখা হয়েছে। তারা একসঙ্গে ওমরাহ পালনও করেছেন! ছেলে ফারদিনের সঙ্গে দেখা ও ওমরাহ পালনের বিষয়টি ওমর সানী তার পেজে পোস্ট করেছেন, যা আবেগী করেছে নেটিজেনদের।