আর্কাইভ
লগইন
হোম
রংপুর রাইডার্স
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ফুটবলের সব ম্যাচ স্থগিত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলীয়সূত্রে নিশ্চিত করা হয়েছে। দেশের শীর্ষ এই রাজনীতিকের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। তার ইন্তেকালে দেশের ক্রীড়াঙ্গনও কার্যত স্থবির হয়ে পড়েছে। আজ ক্রিকেট ও ফুটবলের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের ক্রীড়া অঙ্গনেও শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের নির্ধারিত বিপিএলের ২টি ম্যাচ স্থগিত করেছে। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ ২টি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোকসন্তপ্ত পরিস্থিতির কারণে সেগুলো আর মাঠে গড়াচ্ছে না।
1 ঘন্টা আগে
রংপুর রাইডার্স ক্যারিশমাটিক বোলিংয়ে ১ রানের জয় পেল
রংপুর রাইডার্স ক্যারিশমাটিক বোলিংয়ে ১ রানের জয় পেল
2025-07-14
ক্রিকেট মানেই নাটকের পর নাটকীয়তা। কখনো সেই নাটক পৌঁছে যায় শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তের উত্তেজনায়। টেনশনে দর্শকদের ঘাম ছোটে, বাড়ে হার্টবিট। এসব মোমেন্ট অনেক সময় পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়। তেমন ঘটনাই ঘটলো গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচে। উত্তেজনা গড়ালো শেষ বলে। ম্যাচের শুরুতে ব্যাট করে ১৫১ রানের টার্গেট দিয়েছিলো রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নামে হোবার্ট হারিকেন্স। সেয়ানে সেয়ানে টক্করই দিয়েছিল হোবার্টও। তবে তাদের ঝড় থামিয়ে দেন রংপুর রাইডার্স পেসার খালেদ আহমেদ। তার ক্যারিশমাটিক বোলিংয়েই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় রংপুর রাইডার্স।