আর্কাইভ
লগইন
হোম
অ্যালার্জি
স্বর্ণে অ্যালার্জি আছে বুঝবেন কীভাবে, কী করনীয়?
বাঙালি নারীদের সাজসজ্জায় একটি অবিচ্ছেদ্য অংশ হলো গহনা, বর্তমান সময়ে অনেক পুরুষকেও স্বর্ণের গহনা পরিধান করা শুরু করেছে। সব ধরনের গহনার মধ্যে, স্বর্ণ এবং রূপার তৈরি গহনার চাহিদা সব থেকে বেশি দেখা যায়। স্বর্ণ অনেকের জন্য মূল্যবান সম্পদ, আবার অনেকের কাছে বিপদের দিনে নিরাপত্তার আশ্বাস। তাই তো যুগ যুগ ধরে স্বর্ণের গয়না সংগ্রহ করেন নারীরা। বর্তমানে স্বর্ণের দাম বাড়তে বাড়তে ধরাছোঁয়ার বাইরে। তাই অনেকে চাইলেও স্বর্ণের গয়না কিনতে পারছেন না। তবে দাম ছাড়াও স্বর্ণ পরতে না পারার আরেকটি কারণ হলো গোল্ড অ্যালার্জি।
2025-09-04