১৭ মে শনিবার শুরু হচ্ছে পিএসএল
পাকিস্তান সুপার লীগও (পিএসএল) পুনরায় শুরু হচ্ছে আগামী ১৭ মে (শনিবার)। ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তার এক্স হ্যান্ডেলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিনক্ষণ জানিয়েছেন। অন্যদিকে, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, বাকি ৮ ম্যাচ পাকিস্তানের মাটিতেই হওয়ার সম্ভাবনা বেশি।