আর্কাইভ
লগইন
হোম
ব্রাজিল
‘ফাইনালে উঠলে গোল দেবো’: নেইমারের বিশ্বকাপ জয়ের হুঙ্কার
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান সমর্থকদের বড় এক প্রতিশ্রুতি দিলেন অভিজ্ঞ উইঙ্গার নেইমার জুনিয়র। গতবছর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ৩৩ বছর বয়সী এই তারকা এবার ফিরতে মরিয়া। সান্তোসের হয়ে একটি সফল মৌসুম পার করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, সেলেসাওদের লক্ষ্য এবার বিশ্বজয়। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে আমরা সম্ভব-অসম্ভব সব কিছু করব। আগামী জুলাই মাসে আপনারা আমাকে জবাবদিহি করতে পারবেন।’
2 দিন আগে
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
2025-08-27
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে।’
সান্তোসে জোড়া গোল করে সেই চেনা ছন্দে নেইমার
সান্তোসে জোড়া গোল করে সেই চেনা ছন্দে নেইমার
2025-08-05
আবারও শিরোনামে উঠে এলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, এবার সান্তোসের জার্সিতে। সিরি আ'র ম্যাচে জুভেনতুদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে চেনা ছন্দে ফেরার আভাস দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সৌদির ফুটবল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই পারফরম্যান্সে পরিবর্তন আনার প্রত্যাশা ছিল নেইমারের ওপর। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরেই কেটেছে তার অধিকাংশ সময়। তবে এবার তিনি ধীরে ধীরে ছন্দে ফিরছেন। বিগত ২০২২ সালের আগস্টের পর এবারই প্রথম কোনো ক্লাব ম্যাচে জোড়া গোল করলেন নেইমার। শুধু তাই নয়, গত ৩ বছরের মধ্যে এই প্রথম একটানা ৫টি পূর্ণ ম্যাচ খেললেন তিনি—যেটা তার ফিটনেস ও মানসিক দৃঢ়তারই ইঙ্গিত।