আর্কাইভ
লগইন
হোম
ব্রাজিল
ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতবে কোন দেশ, যা জানালো সুপার কম্পিউটার
ফিফা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি ৬টি দল আসবে আগামী মার্চে প্লে-অফ থেকে। ৪ বারের চ্যাম্পিয়ন ইতালি ছাড়া বাকি সব বড় দলই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী শুক্রবার (০৫ ডিসেম্বর) বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। কোন দল কোন গ্রুপে খেলবে, তা নির্ধারিত হওয়ার আগে গতকাল মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার সুপার কম্পিউটার। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। বিপরীতে শিরোপা জেতার কোনো সম্ভাবনা নেই ৩টি দেশ-জডান, কুরাসাও হাইতির।
1 দিন আগে
সান্তোসে জোড়া গোল করে সেই চেনা ছন্দে নেইমার
সান্তোসে জোড়া গোল করে সেই চেনা ছন্দে নেইমার
2025-08-05
আবারও শিরোনামে উঠে এলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, এবার সান্তোসের জার্সিতে। সিরি আ'র ম্যাচে জুভেনতুদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করে চেনা ছন্দে ফেরার আভাস দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সৌদির ফুটবল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকেই পারফরম্যান্সে পরিবর্তন আনার প্রত্যাশা ছিল নেইমারের ওপর। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরেই কেটেছে তার অধিকাংশ সময়। তবে এবার তিনি ধীরে ধীরে ছন্দে ফিরছেন। বিগত ২০২২ সালের আগস্টের পর এবারই প্রথম কোনো ক্লাব ম্যাচে জোড়া গোল করলেন নেইমার। শুধু তাই নয়, গত ৩ বছরের মধ্যে এই প্রথম একটানা ৫টি পূর্ণ ম্যাচ খেললেন তিনি—যেটা তার ফিটনেস ও মানসিক দৃঢ়তারই ইঙ্গিত।
মার্কিন শুল্কনীতি: ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে প্রতিবাদ
মার্কিন শুল্কনীতি: ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে প্রতিবাদ
2025-08-02
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে শত শত মানুষ ভুয়া মার্কিন ডলার পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। ব্রাজিলের বহু প্রধান রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা এখন পর্যন্ত ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার। কমলার রসের মতো কিছু পণ্যে ছাড় থাকলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ডানপন্থী ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সখ্যতা এই কঠোর পদক্ষেপের নেপথ্যে থাকতে পারে।
ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের
ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের
2025-07-31
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। দেশটি থেকে আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে আগেই সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে ব্রাজিল হুমকি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ নেবে তারা। খবর বিবিসির। চীনের পর ব্রাজিল দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের। তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ মাসের শুরুতে অবশ্য ট্রাম্প বড় শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ করেন ট্রাম্প।