আর্কাইভ
লগইন
হোম
কানাডা
ফ্লোরিডায় মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
বিগত ২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলতঃ তাকে সম্মাননা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
1 দিন আগে
কানাডার টরন্টোয় বসেছিল চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা
কানাডার টরন্টোয় বসেছিল চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা
2025-09-22
কানাডার টরন্টোর ডেনফোর্থ হয়ে উঠেছিল একখণ্ড চট্টগ্রাম। সেখানে বসেছিল চাটগাঁবাসীর মিলনমেলা। খোঁজ নিচ্ছিলেন একে অপরের। বিদেশ বিভূঁইয়ে একসাথে হওয়ার সুযোগ কম। চাটগাঁইয়া মেজবান উপলক্ষ্যে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন গত শনিবার (২০ সেপ্টেম্বর)। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত এই মেজবানে চট্টগ্রামের বাইরের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। ডেনফোর্থ সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত মেজবান অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মন্জুর চৌধুরী।
এবার পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো
এবার পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো
2025-09-22
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। খবর রয়টার্সের। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক। পাওলো রাঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে দেওয়া যাবে না। সব জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি।