আর্কাইভ
লগইন
হোম
অলরাউন্ডার
রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়: মঈন আলী
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও ৩ উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।
3 দিন আগে
অস্ট্রেলিয়া প্রবাসী পেসার জাহানারা, সুবিচার চান অলরাউন্ডার রুমানা
অস্ট্রেলিয়া প্রবাসী পেসার জাহানারা, সুবিচার চান অলরাউন্ডার রুমানা
2025-05-21
রুমানা আহমেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইংরেজিতে লেখা ৬৪ শব্দের একটি পোস্টে যুগপৎ রাগ-ক্ষোভ-হতাশার বিস্ফোরণ ঘটেছে। গতকাল মঙ্গলবার (২০ মে) সেই পোস্টে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার ৩ বছর তাকে ব্রাত্য করে রাখার সুবিচার চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের (তার ভাষায় শ্রদ্ধেয় অভিভাবক) কাছে তিনি চান চূড়ান্ত বিহিত। রুমানা লিখেছেন, ‘আমি খেলি কিংবা না খেলি, এভাবে অনৈতিকতা ও নৈরাজ্য চলতে পারে না।’ কোনো কারণ ছাড়া তিন বছর তাকে দলের বাইরে রাখা নিছক কৌতুক নয়, এও লিখেছেন খুলনার এই ডান-হাতি অলরাউন্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রুমানা বাংলাদেশের হয়ে শেষবার খেলেছেন গত বছর জুলাইয়ে শ্রীলংকায় টি ২০ এশিয়া কাপে।
নিষেধাজ্ঞা থেকে মুক্ত নাসির, দেখালেন বোলিং ঝলক
নিষেধাজ্ঞা থেকে মুক্ত নাসির, দেখালেন বোলিং ঝলক
2025-04-07
আইসিসির লিগ্যাল ও দুর্নীতিদমন বিভাগ তিনটি ধারায় অভিযোগ তুলেছিল। নাসির হোসেন শাস্তিও শুনেছিলেন, সেই শাস্তি শেষ হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে, টাইগার ক্রিকেটারের খেলতে আর বাধা নেই। নিষেধাজ্ঞা মুক্তির দিনে আজ মাঠে ফিরেছেন নাসির, দেখিয়েছেন বোলিং ঝলকও। এতদিন খেলার বাইরে থাকার ছাপ পড়তে দেননি বোলিংয়ে। আজ সোমবার (০৭ এপ্রিল) মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নাসির খেলছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বোলিংয়ে ছিলেন যথেষ্ট কৃপণ। বাকিরা যখন রান বিলিয়েছেন তখন নাসির ১০ ওভারে খরচ করেছেন মোটে ৩১ রান। প্রত্যাবর্তনের দিনে একটি উইকেটও নিয়েছেন। প্রতিপক্ষের ওপর চাপও বাড়িয়েছিলেন।