আর্কাইভ
লগইন
হোম
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
দ্য নিউজ ডেস্ক
June 30, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জের দৌলতপুরে ছেলের হাতে মা খুন!
মানিকগঞ্জের দৌলতপুরে ছেলের হাতে মা খুন!
5 ঘন্টা আগে
আর্থিক অভাব অনটন ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাতে প্রাণ হারালেন বৃদ্ধ মা। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম করুনা রানী ভদ্র (৬২)। অভিযুক্ত তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। স্থানীয় মানুষ ও থানা পুলিশ সুত্র জানা যায়, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মা-ছেলের মধ্যে আর্থিক টানাপোড়েন নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে রবি চন্দ্র ভদ্র। হাতে থাকা ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেন তিনি। মুহূর্তেই লুটিয়ে পড়েন করুনা রানী। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই মায়ের বুক চিরে বেরিয়ে যায় শেষ নিঃশ্বাস। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। পরিবারে দীর্ঘদিন ধরেই আর্থিক টানাপোড়েন চলছিল। ছেলে রবির সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হতো। সেই দ্বন্দ্বই কাল হয়ে দাড়াল মায়ের জন্য।
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
2025-08-31
অনেক মানুষের চোখে ভারতের বড় পরিচয়— অভাব-অনটন, অনাহার, বেকারত্ব আর ভিখারি। অনেকের দৃষ্টিতে এসবই ভারতের বড় পরিচয় বহন করছে। আবার কেউ কেউ ভারতকে এখনো গরিব দেশ হিসেবেই দেখে থাকেন। কিন্তু এই ভারতেই রয়েছে এমন এক গ্রাম, যা পুরো বিশ্বের কাছে এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার বড় অন্যতম হচ্ছে— ভারতের গুজরাটেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম মধপর। গুজরাটের কচ্ছ জেলার অন্তর্গত মধপর গ্রাম সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া একটি তথ্যানুযায়ী, এই গ্রামের প্রায় ৯২,০০০ বাসিন্দার ব্যাংকে মোট ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছাড়িয়েছে ৫,০০০ কোটি টাকা।
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
2025-08-27
ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের পরিচালক ও টোয়াস-এর যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম কচি, টোয়াব ও টোয়াসের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে।