আর্কাইভ
লগইন
হোম
ভৈরব জেলার দাবিতে দেড় ঘণ্টা রেল আটকে রাখল ছাত্র-জনতা
ভৈরব জেলার দাবিতে দেড় ঘণ্টা রেল আটকে রাখল ছাত্র-জনতা
দ্য নিউজ ডেস্ক
October 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন
ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন
1 দিন আগে
সবজি ঢ্যাঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামের মৃত আব্দুল মান্নানের (মুন্নাছ) ছেলে। সেই আঁশ দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। পাটের চেয়েও শক্ত, সুন্দর হওয়ায় কৃষকদের মাঝে এ আঁশ ব্যবহার ও বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কৃষিবিদরা বলছেন, এর মাধ্যমে দেশে ‘ঢ্যাঁড়শের আঁশ’ উৎপাদন এবং কৃষিকাজে ব্যবহারের সূচনা হলো। আব্দুল মোতালিব একজন বর্গাচাষি। তিনি বলেন, মাত্র এক শতাংশ জমিতে ১২০-১৩০টি ঢ্যাঁড়শ বীজ লাগাই। শতাধিক গাছ বড় হয়। প্রায় ৩৫ কেজি ঢ্যাঁড়শ হয়। ভারি বর্ষণের কারণে জমিতে পানি জমে গেলে গাছগুলো মরে যায়। প্রতিবেশী মফিজ উদ্দিন চাচার সঙ্গে কথা বলে লম্বা ও পুষ্ট গাছগুলো পাটের মতো ৭ দিন পানিতে ডুবিয়ে রাখি (জাগ দিই)। এরপর ঢ্যাঁড়শ গাছের ছাল পচে পাটের আঁশের মতো আঁশ ছাড়িয়ে রোদে শুকাই। আব্দুল মোতালিব আরও বলেন, এখন তো দেখি ঢ্যাঁড়শের আঁশ পাটের আঁশের চেয়েও সুন্দর হয়েছে। ৮-৯ ফুট লম্বা হওয়ায় প্রতিটি গাছে অনেক আঁশও পাওয়া গেছে। দড়ি বা পাটজাতীয় পণ্য তৈরিতেও ব্যবহার করা যায়। অনেক শক্তিশালী। এই আঁশের তৈরি রশি নিয়ে আমরা অনেকেই টানাটানি করেছি, ছেঁড়া যায়নি। ফলে পাটের আঁশের মতো ঢ্যাঁড়শের আঁশও বাজারজাত করা সম্ভব।
রাজশাহীতে পদ্মায় দেখা মিলল বিলুপ্ত মিঠা পানির কুমিরের
রাজশাহীতে পদ্মায় দেখা মিলল বিলুপ্ত মিঠা পানির কুমিরের
4 দিন আগে
রাজশাহীর পদ্মায় ছোট-বড় একাধিক কুমিরের দেখা মিলেছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক একটি কুমিরের ছবি তুলেছেন এক দম্পতি। আর ছোট একাধিক কুমির দেখেছেন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। তারা অবশ্য ছবি তুলতে পারেননি। এই অবস্থায় নদীতে গোসল করা থেকে বিরত থাকতে এলাকায় মাইকিংসহ নানা নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পদ্মার চরে গত ১৬ অক্টোবর বিকালে পাখির ছবি তুলতে যান ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা দম্পতি। তারা পাখির বদলে কুমিরের ছবি নিয়ে বাড়ি ফেরেন। ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ গরু চরাতে গিয়ে প্রথম কুমিরটি দেখতে পান। ঐ দম্পতি যে কুমিরের ছবি তোলেন, সেটি প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন বাংলাদেশে বিলুপ্ত শ্রেণির হিসাবে ঘোষণা করেছে। নতুন করে এই কুমিরের দেখা পাওয়া গেছে।
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
2025-10-19
হবিগঞ্জে পিকআপসহ প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ও ট্রাক নিয়মানুযায়ী সিজার তালিকা করে জেলা কাস্টমস কর্তৃপক্ষের বরাবরে জমা করা হয়েছে। জব্দকৃত বাকি মাল কাস্টমস অফিসে জমার কার্যক্রম চলছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত শুক্রবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময়ে সন্দেহজনক একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশী করে মালিকবিহীন ও কোনো প্রকার বৈধ কাগজপত্র ও মালামালের চালান কপি ব্যতীত ট্রাকের ভিতরে অভিনব কায়দায় মাছের খাবারের বস্তা ও সারের বস্তায় আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।