ভৈরব জেলার দাবিতে দেড় ঘণ্টা রেল আটকে রাখল ছাত্র-জনতা
দেশের ৬৫ তম জেলা হিসেবে ভৈরবকে ঘোষণার দাবিতে রেলস্টেশনে ছাত্র-জনতা একটি আন্তঃনগর ট্রেন অবরোধ করে প্রায় দেড়ঘণ্টা আটকে রাখে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০.২৩ মিনিটে নোয়াখালী-ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে জেলার দাবিতে আন্দোলনকারীরা লাল সালু কাপড় দেখিয়ে ট্রেনটি দাঁড় করায়।
ভৈরব স্টেশনে ট্রেনটির কোন বিরতি ছিল না। কিন্তু স্টেশনে রেললাইনের ওপর শতশত লোকজন দাঁড়িয়ে থাকা ও কয়েকটি লাল সালু কাপড় ছাত্র-জনতার হাতে দেখে ট্রেনটি থামাতে বাধ্য হন লোকো পাইলট। এই সময় ছাত্ররা ট্রেনের ইঞ্জিনের উপর উঠে স্লোগান দিতে থাকে ‘ভৈরব জেলা চাই’।
ঘটনার সময় রেলওয়ে পুলিশ ও স্টেশনের নিরাপত্তা কর্মীরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। এছাড়া স্টেশনের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করলেও তারা ভিতরে প্রবেশ করতে দেখা যায়নি। ট্রেনটি আটকা পড়ার কারনে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে ছিলেন দেড় ঘণ্টা।