আর্কাইভ
লগইন
হোম
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি নির্দেশনা
দ্য নিউজ ডেস্ক
October 25, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
19 ঘন্টা আগে
ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার। প্রথমজন- ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’ অন্যদিকে, আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলো
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলো
20 ঘন্টা আগে
প্রতারণা ও পাচারের শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৬ হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
6 দিন আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাসান বাবু (২১) নামে এক  যুবক নিহত হয়েছেন। জেদ্দা শহরে স্থানীয় সময় গতকাল সোমবার (২০ অক্টোবর) সময় ভোর ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান বাবু উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের বাবা  জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিগত ৪ বছর পূর্বে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যায় ছেলে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ি চালকের চাকরি করতো সে। গতকাল সোমবার (২০ অক্টোবর) সৌদি আরব সময় ভোর ৫টার দিকে গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।