আর্কাইভ
লগইন
হোম
ইসোয়াতিনি রাজ্যের অনারারি কনসাল হিসেবে মোরশেদুল আলম চাকলাদারকে নিয়োগ
ইসোয়াতিনি রাজ্যের অনারারি কনসাল হিসেবে মোরশেদুল আলম চাকলাদারকে নিয়োগ
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশে আসছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল
দেশে আসছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল
19 ঘন্টা আগে
বাংলাদেশে শীঘ্রই কার্যক্রম শুরু করতে চাইছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ এবং এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই তথ্য জানান। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচ শতাধিক আবেদন যাচাই-বাছাই করে এই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এ সময় গভর্নর বলেন, ‘পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। ব্যাংকের মাধ্যমে এলসি খোলার মাধ্যমে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে যায়। পেপ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনা সম্ভব হবে।’
আমিরুলের ৫ গোল, ওমানকে উড়িয়ে দিল যুব হকি দল
আমিরুলের ৫ গোল, ওমানকে উড়িয়ে দিল যুব হকি দল
20 ঘন্টা আগে
দক্ষিণ ভারতের মাদুরাইয়ে চলমান যুব হকি বিশ্বকাপে যেন গোল উৎসব করলো বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে চিরচেনা প্রতিপক্ষ ওমানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন লাল-সবুজের যুবারা। আমিরুল ইসলামের অবিশ্বাস্য ৫ গোলের সুবাদে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক হকিতে ওমান ও বাংলাদেশের লড়াই সাধারণত হাড্ডাহাড্ডি হয়ে থাকে। কিন্তু আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ডাচ কোচ আইকম্যানের অধীনে দলের গতি, পাসের নির্ভুলতা এবং পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল আদায়ের দক্ষতায় স্পষ্ট উন্নতির ছাপ দেখা গেছে।
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
1 দিন আগে
মেক্সিকো বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) মেক্সিকোতে এক অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এই সময় মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেক্সিকো পার্লামেন্টের অধিবেশন কক্ষে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি কর্মরত আইনপ্রণেতাদের ভোটাভুটির কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে যোগ দেন জর্ডানের রাষ্ট্রদূত আদলি কাসেম আলখালেদি এবং আইভরি কোস্টের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট লি। অধিবেশন চলাকালে কংগ্রেসের প্রেসিডেন্ট কেনিয়া লোপেস রাবাদান রাষ্ট্রদূত মুশফিকুল ফজুল আনসারীকে স্বাগত জানিয়ে মেক্সিকোর সব আইনপ্রণেতার (এমপি) সামনে মেক্সিকো-বাংলাদেশ মৈত্রী গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 
এবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২,১১,০৯৫ টাকা
এবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২,১১,০৯৫ টাকা
2 দিন আগে
দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১,০৫০ টাকা। ফলে এখন একভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২,১১,০৯৫ টাকা। আজ বুধবার (০৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর পূর্বে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের একভরি স্বর্ণের দাম হয় ২,১৭,৩৮২ টাকা। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১১,০৯৫ টাকা। ২১ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ১,০০৪ টাকা কমিয়ে ২,০১,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।