আর্কাইভ
লগইন
হোম
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ও কারে অগ্নিসংযোগ
ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ও কারে অগ্নিসংযোগ
দ্য নিউজ ডেস্ক
October 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
দীর্ঘ ৩৯ বছর পর পর্যটকদের জন্য খুলছে দার্জিলিংয়ের ট্রেকিংরুট
18 ঘন্টা আগে
প্রায় দীর্ঘ ৩৯ বছর পর খুলছে দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিং শহরের চৌরাস্তা থেকে ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে একদল পর্বতারোহী রাগেরুং চা বাগান পর্যন্ত হাঁটবেন। এরপর থেকেই শুরু হবে ঐ রুটে পর্যটকদের ট্রেকিং। জিটিএ সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় রাগেরুং ট্রেকিং রুট বন্ধ হয়ে যায়। এরপর রাগেরুং হোম স্টে অর্গানাইজেশন ও রাগেরুং চা বাগান কর্তৃপক্ষ রুটটি চালু করার জন্য কয়েকবার চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি। পর্যটন শিল্প বিকাশের জন্য জিটিএ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে পুরাতন জায়গাগুলোকে পুনরুজ্জীবিত করছে। ওই কর্মসূচিতেই রয়েছে দার্জিলিং থেকে রাগেরুং ট্রেকিংরুট। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দার্জিলিংয়ে অনুষ্ঠিত ‘মেলো টি ফেস্টিভ্যাল’-এর ব্যানারে জিটিএ-র পর্যটন বিভাগ ডি-হাইক আয়োজন করছে। ডি-হাইকটি চৌরাস্তা থেকে রাগেরুং পর্যন্ত ১২ কিলোমিটার হাঁটা পথ অতিক্রম করবে। রাগেরুং হোম স্টে ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিং শেরপা বলেন, “রাগেরুং-এ ২২টি হোম স্টে আছে। আমরা ২০১১ সালে শুরু করেছিলাম। পর্যটকদের জন্য এটি খুবই মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা। চৌরাস্তা থেকে রুংডুং খোলা হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর রাগেরুং পৌঁছনো সম্ভব।”
ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে ২৮ ডিসেম্বর
18 ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি, আবাসিক হল খোলা ও সশরীরে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর জানায়, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৮ ডিসেম্বর থেকে খুলে দেওয়া এবং একইদিন থেকে নিয়মিত ক্লাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ০৩ ডিসেম্বর বুধবার ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্পের পর বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষা ও মূল্যায়নের অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
2 দিন আগে
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তাসহ ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর। ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন, ‘দন্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন।’ নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মির) গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ঐ এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহের পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
3 দিন আগে
সহকারী প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভিভাবকরা জানায়, সকালে কয়েকজন ম্যাডাম আসছিল তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো.শাহজাদা ওসমানী বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভবিবাক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।