আর্কাইভ
লগইন
হোম
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান
দ্য নিউজ ডেস্ক
August 10, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রাণহানি ২১২, মাথায় ত্রাণ পড়ে কিশোর নিহত
ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রাণহানি ২১২, মাথায় ত্রাণ পড়ে কিশোর নিহত
4 ঘন্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে হচ্ছিল ত্রাণ। এই সময় ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে জাকারিয়া ঈদ নামে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। খবর আল জাজিরার। ঈদের ভাই বলেন, অনাহারে আমার ভাই ত্রাণ নিতে গিয়েছিল। ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে তার প্রাণ গেছে। গাজায় অবরোধের কারণে ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ প্রবেশ করতে পারছে না। এখন বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে, এতে আমাদের শিশুদের প্রাণ যাচ্ছে। জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, বিমান থেকে সাহায্য ফেলা বিপজ্জনক ও অকার্যকর। তারা ইসরায়েলকে স্থলপথে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বলেছে।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক, নিন্দা, শাস্তির দাবি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক, নিন্দা, শাস্তির দাবি
1 দিন আগে
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এই মিডিয়া সংগঠনটি। গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতের এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফ-এর আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। নেতারা বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ” বিবৃতিতে তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।