আর্কাইভ
লগইন
হোম
একসঙ্গে সাত কিংবদন্তি আইসিসি ‘হল অব ফেমে’
একসঙ্গে সাত কিংবদন্তি আইসিসি ‘হল অব ফেমে’
দ্য নিউজ ডেস্ক
June 11, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
18 ঘন্টা আগে
হামজা চৌধুরী ও সামিত সোমের আগমনের পর নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে। স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি সেই জোয়ার ছুঁয়ে গেছে ফুটসালেও। এতদিন উপেক্ষিত থাকা এই খেলার বিকাশে বড়সড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই যাত্রার সূচনাতেই আন্তর্জাতিক মানের এক কোচকে দায়িত্বে এনেছে সংস্থাটি; ইরানের সাঈদ খোদারাহমি। গত শনিবার (২৬ জুলাই) রাতে ঢাকায় এসে রোববার সংবাদ সম্মেলনে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের সঙ্গে বসে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আবেগভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আজ ফুটসালের জন্ম হয়েছে। এটি এখনো শিশু, আর ইরান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়। এই শিশুকে বড় করে তোলার দায়িত্ব আমি নিতে চাই।’
মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া
মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া
1 দিন আগে
আবারও নাইজেরিয়ার নাম আফ্রিকার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত নারী আফ্রিকা কাপ অব নেশনস (ডব্লিউএএফসিওএন) ২০২৫ ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে দুই গোল পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ গোলে জয় তুলে নেয় সুপার ফ্যালকনসরা। এর মধ্য দিয়ে তারা জিতে নিল টুর্নামেন্টের রেকর্ড ১০ম শিরোপা—যার নাম দিয়েছিল ‘মিশন এক্স’। প্রথমার্ধেই ২-০ গোলে মরক্কো এগিয়ে যায়। ১২ মিনিটে নাইজেরিয়ার রক্ষণভাগের ভুলে চেববাক দূরপাল্লার এক নিখুঁত শটে গোল করেন। ২৪ মিনিটে সানা মেসৌদি ৫ ম্যাচ পর জালে বল জড়িয়ে দলকে আরও এগিয়ে দেন। নাইজেরিয়ার কাছে এটা ছিল এই আসরে প্রথম ওপেন প্লে থেকে গোল হজম। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও তারা আক্রমণে ছিল নিষ্প্রভ। তবে বিরতির পর মাঠে নামে এক ভিন্ন রূপের নাইজেরিয়া।