আর্কাইভ
লগইন
হোম
ক্রিকেট
সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশ সেরা মোস্তাফিজুর রহমান
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এই ৩ ফরম্যাটে একটা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের একক মালিক এখন মোস্তাফিজ। এত দিন ১৪৯ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কাটার মাস্টার।
2025-09-25
শ্রীলঙ্কা এগোচ্ছে নিশাঙ্কা-চান্দিমালের ব্যাটে
শ্রীলঙ্কা এগোচ্ছে নিশাঙ্কা-চান্দিমালের ব্যাটে
2025-06-26
বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের পর আড়াইশর আগেই সবগুলো উইকেট হারায়। বল করতে গিয়েও তারা সুবিধা করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে শুরুটা রাঙান পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। যদিও উদারা উইকেট হারান তবে ৫০ পূর্ণ করে দিনেশ চান্দিমালকে নিয়ে এগিয়ে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬৫ রান। বাংলাদেশ থেকে এখনও ৮২ রানে পিছিয়ে আছে তারা। ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় উড়ন্ত। উদ্বোধনী জুটিতে ১৪১ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার নিশাঙ্কা ও উদারা। এই জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম। তার বল উদারার প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার তখন সাড়া না দিলেও রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলাতে হয়। ৬৫ বলে ৪০ রান করে ফেরেন লঙ্কান ওপেনার। তবে লড়তে থাকেন নিশাঙ্কা। ৭৯ বলে পঞ্চাশ পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি।
দুইবার জীবন (লাইফ) পেয়েও শূন্য, ব্যর্থতার বৃত্তে এনামুল
দুইবার জীবন (লাইফ) পেয়েও শূন্য, ব্যর্থতার বৃত্তে এনামুল
2025-06-25
চলমান টেস্ট সিরিজ যেন একেবারেই ভুলে যেতে চাইবেন এনামুল হক বিজয়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই ডানহাতি ওপেনার। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডোর বলে ১০ বল খেলে বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে। তবে বোল্ড হওয়ার পূর্বে এনামুল দুইবার জীবন পেয়েছিলেন। ম্যাচের তৃতীয় ওভারে ফার্নান্ডোর প্রথম বলেই স্লিপে সহজ ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু উইকেটকিপার কুশল মেন্ডিস তা তালুবন্দি করতে ব্যর্থ হন। ঠিক পরের বলেই আবারো স্লিপে ক্যাচ ওঠে, তবে এবার বল নিচু হয়ে যাওয়ায় বেঁচে যান দ্বিতীয়বারের মতো। টানা দুইবার জীবন (লাইফ) পেয়েও সেট হয়ে উঠতে পারেননি এনামুল। ফার্নান্ডোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন বল—ফলাফল, বোল্ড। এ নিয়ে চলতি সিরিজে তিন ইনিংসে তার স্কোর—০, ৪ ও ০। সবমিলিয়ে ৪০ বল খেলে এনামুলের সংগ্রহ মাত্র ৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফিরে আসার সুযোগকে কাজে লাগাতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার।