আর্কাইভ
লগইন
হোম
আইসিসি
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু
বাংলাদেশ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণএক শুরু পেল। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। তিনি খেলেছেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। এটি ছিল নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি। এই ইনিংসে ছিল ৮টি ৪ ও ১টি ৬। শারমিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি। তিনি করেন ২৯ বলে ৩২ রান। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে ভালো করেন মাহি মাধাভান। তিনি নেন ৩ উইকেট। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।
1 দিন আগে
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
2025-09-16
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।