আর্কাইভ
লগইন
হোম
আইসিসি
যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের জন্য ৩ মাস সময় দিল আইসিসি
নানা ধরনের সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে। আইসিসির বোর্ড বৈঠকে তাদেরকে আরও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শৃঙ্খলা ও সুশাসনের ঘাটতি পূরণ করতে পারলে, তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য দল নির্বাচন করার অধিকার পেতে পারে। গত এক বছর ধরে আইসিসির নজরদারিতে থাকা ইউএসএসি, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (USOPC) সঙ্গেও বিরোধে জড়িয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রে পরিদর্শনে গিয়েছিল আইসিসি’র নিয়োজিত নরমালাইজেশন কমিটি, কিন্তু তারা ইউএসএসি-র অগ্রগতিতে সন্তুষ্ট হয়নি।
2 দিন আগে
আইসিসির উদ্যোগ: আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে
আইসিসির উদ্যোগ: আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে
2025-04-17
আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ হয় তালেবানের হাতে ক্ষমতা আসার পর পরই। তারপর তারা অস্ট্রেলিয়ায় গিয়ে নির্বাসিত থাকে। সেখান থেকেই কয়েকবার আওয়াজ তোলে এই ক্রিকেটাররা। তবে এখনও কোনো  ভালো উদ্যোগ নেওয়া হয়নি। এবারে সুখবর পেতে যাচ্ছে তারা।  তাদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই, ইসিবি ও সিএ এক উদ্যোগ নিয়েছে। আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব। ’  তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ’