আর্কাইভ
লগইন
হোম
৬ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
৬ সাংবাদিক পেলেন বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘দলীয় লেজুড়বৃত্তি করে সাংবাদিকতাকে কলুষিত করবেন না’: আইয়ুব ভূঁইয়া
‘দলীয় লেজুড়বৃত্তি করে সাংবাদিকতাকে কলুষিত করবেন না’: আইয়ুব ভূঁইয়া
2 দিন আগে
কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করার মাধ্যমে সাংবাদিকতাকে কলুষিত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। গতকাল সোমবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শীর্ষক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সাংবাদিকতা করি, তবে আমাদের ব্যাক্তিগত ও রাজনৈতিক বিশ্বাস রয়েছে। কিন্তু আপনি যখন কলম হাতে নেবেন, তখন শুধু দেশ ও জাতিকেই প্রাধান্য দেবেন। কোনো দল বা ব্যাক্তিকে নয়। ব্যক্তি বা দলপূজা আমাদের শেষ করে দেবে।
সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার অ্যাওয়ার্ড পেল যুগান্তর
সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার অ্যাওয়ার্ড পেল যুগান্তর
4 দিন আগে
এবার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া টিম। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির হাতে দুইটি ভিন্ন ক্যাটাগরির অ্যাওয়ার্ড তুলে দেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) কর্তৃপক্ষ। দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার হিসেবে অ্যাওয়ার্ড দেয় ডিএমএফ। এছাড়া সেরা কনটেন্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল হাসনাত। অ্যাওয়ার্ড নিয়ে দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিন জানান, কোনো অ্যাওয়ার্ডের লক্ষ্য নিয়ে কাজ করেনি যুগান্তর। বরং কনটেন্টের ধারাবাহিক মান বজায় রেখে দর্শকদের আস্থা অর্জন করতে পেরেছে মাল্টিমিডিয়া টিম।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত
5 দিন আগে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। অবিলম্বে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ডিইউজে নির্বাচন অনিবার্য কারণে স্থগিত করা হলো। নির্বাচনের নতুন তারিখ অবিলম্বে ঘোষণা করা হবে। এই ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
2025-10-23
বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় বাদীপক্ষের নারাজি মন্জুর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এই আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইম হোসেন জানান, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালান মাহমুদুল আলম বাবু ও তার কর্মী সমর্থকরা। ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।