আর্কাইভ
লগইন
হোম
শ্রীলঙ্কায় প্রবেশের পূর্বে ইটিএ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না
শ্রীলঙ্কায় প্রবেশের পূর্বে ইটিএ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
১ ওভারে ৫ উইকেট: বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ান পেসার
23 ঘন্টা আগে
এবার ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন কীর্তি গড়েছেন। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এক ওভারে ৫ উইকেট নিয়েছেন, যা কোনো পুরুষ বা নারী ক্রিকেটারের দ্বারা আন্তর্জাতিক পর্যায়ে প্রথমবারের মতো ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বালিতে সিরিজের প্রথম ম্যাচে কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভারের পর তাদের সংগ্রহ ছিল ১০৬ রান, হাতে ৫ উইকেট। ১৬তম ওভারে প্রিয়ান্দানা বল করতে নামার পর প্রথম ৩ বলে ৩টি উইকেট নেন এবং হ্যাটট্রিক সম্পন্ন করেন। পরবর্তী দুই বলেও তিনি উইকেট নেন, মাত্র ১ রান খরচ করে ওভারটি শেষ করেন। এই অসাধারণ বোলিংয়ে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত হয় ৬০ রানে। বল হাতে ইতিহাস গড়ার আগে প্রিয়ান্দানা ব্যাট করেও অবদান রাখেন। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৬ রান করেন। তবে দলের ইনিংসের মূল নায়ক ছিলেন উইকেটকিপার-ব্যাটার ধর্ম কুসুমা, যিনি ৬৮ বলে ১১০* রানের দারুণ ইনিংস খেলেন।
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার শর্ত শিথিল করলো চীন
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসার শর্ত শিথিল করলো চীন
1 দিন আগে
চীনা দূতাবাস বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে। আগামী বছরের (২০২৬) ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এখন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে। তবে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন, যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
পর্তুগালের পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’
2 দিন আগে
অন্যতম শীর্ষস্থানীয় ইউরোপীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী নিয়োগ ও প্রচারের জন্য অফিশিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে ‘ট্রাভেলারকি’কে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা পাবেন। বিশ্বমানের শিক্ষা ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পিবিএস এখন থেকে ট্রাভেলারকির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রসার ঘটাবে। এই সহযোগিতার ফলে ট্রাভেলারকি মূলতঃ বিপণন, প্রচার এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করবে। পিবিএসের যোগাযোগনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার, লিফলেট ও তথ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে সংস্থাটি।
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
2025-12-14
জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশে নভেম্বর মাসেও শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে মিশর ও ইরিত্রিয়ার নাগরিকরা। শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪,১১২ জন অবৈধ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। গত শুক্রবার প্রকাশিত (১২ ডিসেম্বর) ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসে অবৈধ অভিবাসন ২৫ শতাংশ কমলেও এখন অভিবাসনপ্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষেই রয়ে গেছে। জানুয়ারি থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত ইউরোপে অবৈধ প্রবেশের ঘটনায় সবচেয়ে বেশি যে জাতীয়তার মানুষের নাম উঠে এসেছে, তাদের মধ্যে বাংলাদেশিরা প্রথম সারিতে।