আর্কাইভ
লগইন
হোম
সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
দ্য নিউজ ডেস্ক
মে ১১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন
21 ঘন্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে রওনা তিনি হতে পারেন বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্সে ৭ জন চিকিৎসকসহ তার সঙ্গে থাকবেন ১৪ জন। এরা হলেন: পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।
এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছে খালেদা জিয়ার চিকিৎসায়
এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছে খালেদা জিয়ার চিকিৎসায়
2 দিন আগে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর এবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। আগামিকাল বুধবার তারা ঢাকায় আসবেন। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গতকাল সোমবার চীনের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তাকে দেখবেন।
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিসিএফ
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিসিএফ
3 দিন আগে
ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। সপ্তমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিস-১৩ এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মাননা দান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এম. ডি. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- ফরাসি উচ্চমাধ্যমিক (বাক) পাশ করা ১০ জন, স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান
3 দিন আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা লিখেছেন। তারেক রহমান লেখেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’ তিনি লেখেন, ‘বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’