আর্কাইভ
লগইন
হোম
বগুড়ার শেরপুরে ১৯০ কেজির কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার
বগুড়ার শেরপুরে ১৯০ কেজির কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইলে ঘাটাইলে পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন
টাঙ্গাইলে ঘাটাইলে পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন
1 দিন আগে
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়া। পাষণ্ড পিতা ছুরিকাঘাত করে নিজ সন্তানকে খুন করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (০২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে। এই ঘটনায় ঐ রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় রক্তমাখা ছুরিটি। জানা যায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তার ভাই মারা যাওয়ার পর এক সন্তানসহ বিয়ে করেন তার ভাবী রুমিকে। পরে মুক্তার হোসেনের ঔরসে জন্ম নেয় দুই সন্তান। এর মধ্যে তোয়া সবার ছোট। মাঝেমধ্যেই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে যেতেন মুক্তার। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। ঘুমন্ত অবস্থায় পাষণ্ড পিতা শিশুকন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
2 দিন আগে
সাভার উপজেলায় এক নারীর ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকার এই ঘটনায় গতকাল শনিবার (০১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী।   ধর্ষণের শিকার ঐ নারী পুলিশকে জানান, তিনি সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। গত শুক্রবার রাতে তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি মো. অম্বর চৌধুরী (২৭), গ্রাম বাসনা, থানা ধামরাই, জেলা ঢাকা ও মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩২), গ্রাম দক্ষিণ রাজাশন, থানা সাভার, জেলা ঢাকা। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
5 দিন আগে
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে নববধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সহায়তায় কৌশলে স্বামী আব্দুল করিমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্ত নববধূকে পুলিশ আটক করেছে। মৃত আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। পুলিশ ও নিহত আব্দুল করিমের বাবা নবী মণ্ডল ও মামা ইদ্রিস আলী জানান, গত ১ মাস আগে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল করিম পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা গ্রামের এক মেয়েকে (১৯) বিয়ে করেন। বিয়ের আগে থেকেই প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের সঙ্গে ঐ তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত সপ্তাহে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান। এই সময় প্রেমিক নাহিদ ঐ তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরপর তারা করিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তরুণীকে গ্যাস ট্যাবলেট কিনে দেন প্রেমিক নাহিদ। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ির সবাইকে কৃমির ট্যাবলেট খেতে দেয়। আর কৌশলে কৃমির ওষুধ বলে সবাই খেয়ে সুস্থ স্বামী আব্দুল করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এর কিছুক্ষণ পরেই পেটে জ্বালাপোড়া শুরু হলে করিম চিৎকার করতে থাকেন এবং বমি করতে থাকেন। এই সময় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সবশেষে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আব্দুল করিমের মৃত্যু হয়।