আর্কাইভ
লগইন
হোম
ফ্যারো দ্বীপপুঞ্জে টানেলের আর্ট দেখতে হাজারো পর্যটক
ফ্যারো দ্বীপপুঞ্জে টানেলের আর্ট দেখতে হাজারো পর্যটক
দ্য নিউজ ডেস্ক
April 17, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
5 ঘন্টা আগে
ভারত থেকে আসা জলধারা সীমান্তে পেরিয়ে এসেছে বাংলাদেশে। দুইপাশে প্রকৃতির সবুজ সমারোহ যেন আকাশ ছুঁয়েছে। উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরণার জল ও স্বচ্ছ পানির স্রোতে প্রচুর বোল্ডার পাথর ভেসে আসে, সেই ঝরণার স্রোতধারা নেমেছে সাদাপাথর এলাকা ভোলাগঞ্জ নোম্যান্সল্যান্ড বা জিরোপয়েন্ট। এই পুরো এলাকাজুড়ে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। পাথর মাড়িয়ে নেমে আসা স্বচ্ছ জলে সময় কাটাচ্ছেন পর্যটকরা। নোম্যান্সল্যান্ড তথা জিরোপয়েন্ট থেকে জলধারা বিভক্ত হয়ে গেছে দুই দিকে। এর একপাশে হয়েছে নজিরবিহীন লুটপাট। এলাকাটি এখনো মরুপ্রান্তর। সেই লুটকৃত স্থানে স্থাপনের জন্য পাথর ফেলা হচ্ছে। জলধারার আরেকটি প্রান্তে পাথর রয়েছে। তবে সেখান থেকেও বেশকিছু পাথর চুরি হয়েছে দাবি করছেন পর্যটকরা। অবশ্য যে স্থানে পাথররাজি রয়েছে, সেখানে আরো কিছু পাথর ফেলেছে প্রশাসন। সেই স্থানটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পূর্বে যে পরিমাণ পর্যটক আসতেন, সে তুলনায় অনেক কম বলছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দার্জিলিং ভ্রমণে ৭ আকর্ষনীয় স্থানে যেতে ভুলবেন না
দার্জিলিং ভ্রমণে ৭ আকর্ষনীয় স্থানে যেতে ভুলবেন না
1 দিন আগে
দার্জিলিং, কুয়াশার চাদরে মোড়া সকাল, পাহাড় ছুঁয়ে আসা হিমেল বাতাস, চায়ের সুবাসে ভরা বিকেল আর পাহাড়ি শহরের নাম। হাতের নাগালের মধ্যে শীতল বাতাস আর দুর্দান্ত প্রকৃতি পেতে অনেকেই গ্রীষ্মকালীন ছুটিতে ছুটে যান মেঘ-পাহাড় আর হিমশীতল দার্জিলিংয়ে। পাহাড়ি এই জনপদে ঘুরে আসার পরও অনেকেই শহরটির গভীরতা ছুঁয়ে দেখার সুযোগ পান না। এমন কিছু অভিজ্ঞতা থেকে বঞ্চিত হন, যা ভ্রমণকে আরও অর্থবহ করে তুলতে পারত। যারা এর আগে গিয়েছেন কিংবা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল দার্জিলিংয়ের এমন ৭টি ‘মাস্ট ডু’ অভিজ্ঞতার তালিকা; যা মিস করলেই আপনার ট্রিপ হবে অসম্পূর্ণ।
বাংলাদেশের নাজমুন নাহার ১৮০তম দেশ তিমুর-লেস্তে ভ্রমণে
বাংলাদেশের নাজমুন নাহার ১৮০তম দেশ তিমুর-লেস্তে ভ্রমণে
2 দিন আগে
পৃথিবীর নানা প্রান্ত ঘুরে বেড়ানো যেন তার নেশা। সেই নেশাই তাকে নিয়ে গেছে ১৮০টি দেশে। তিনি বাংলাদেশের পরিব্রাজক নাজমুন নাহার। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর-লেস্তে সফরের মধ্য দিয়ে তিনি স্পর্শ করেছেন ১৮০তম দেশ ভ্রমণের নতুন মাইলফলক। ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজে। ফেসবুকে তিনি লিখেন, তিমুর-লেস্তের রাজধানী দিলির সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছি আমি—লাল-সবুজ পতাকা বুকে জড়িয়ে। আমার ডানদিকে অস্ট্রেলিয়া মহাদেশ, বামদিকে ইন্দোনেশিয়া, আর সামনে অসীম নীল সাগর। বিকেলের নরম আলো তখন ঢলে পড়ছে পাহাড়ের গায়ে, সূর্য যেন নিভু-নিভু প্রদীপের মতো বিদায় নিচ্ছে। আমি এই অচেনা দেশে প্রথম পদার্পণ স্মরণীয় করে তুলতে খুঁজে নিলাম পর্বতের শীর্ষ—যেখানে দাঁড়িয়ে আছে ক্রিস্টো রেই, শতাধিক সিঁড়ি বেয়ে কঠিন হ্যাইকিং করে তার পর্বত চূড়ায় পৌঁছেছি।
ইমিগ্রেশনে যে ৭টি কথা বলবেন না, ভ্রমণ ভেস্তে যেতে পারে
ইমিগ্রেশনে যে ৭টি কথা বলবেন না, ভ্রমণ ভেস্তে যেতে পারে
2025-08-19
আন্তর্জাতিক যে কোনো ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনের মধ্যদিয়ে যাওয়া সবচেয়ে চাপের অংশ। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও, ভুল শব্দ আপনাকে সমস্যায় ফেলতে পারে, আপনার প্রবেশ বিলম্বিত করতে পারে, এমনকি আপনাকে ভিসা দিতে সম্পূর্ণরূপে অস্বীকারও করতে পারে। বিমান বন্দরের ইমিগ্রেশন অফিসাররা অসঙ্গতি ধরার জন্য প্রশিক্ষিত এবং এই কয়েক মিনিটের মধ্যে আপনি যা বলবেন তা গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াটি সহজ করার জন্য, বিশেষ করে যদি আপনি প্রথমবার বিদেশ ভ্রমণ করেন, তাহলে এখানে ৭টি প্রসঙ্গ তুলে ধরা হলো যা আপনার ইমিগ্রেশনে কখনই বলা উচিত নয়। যা আপনাকে বিরক্ত করতে পারে এবং আপনার ভ্রমণ পরিকল্পনা নষ্ট করতে পারে।