আর্কাইভ
লগইন
হোম
সোম-মঙ্গল-বুধবার হরতাল: বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে
সোম-মঙ্গল-বুধবার হরতাল: বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
একটানা ৪ দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
একটানা ৪ দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
22 ঘন্টা আগে
হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। উত্তর-পশ্চিম দিকের হিমেল বাতাসে সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা বেড়ে যায়। ভোর পর্যন্ত চলা ঠান্ডা বাতাসে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশা তুলনামূলকভাবে কম থাকলেও কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। দিনের বেলা তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রির ঘরে থাকায় দুপুরে উষ্ণতার অনুভূতি মিললেও সন্ধ্যার পরই নেমে আসে প্রচণ্ড শীত।
তফশিল ঘোষণা উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে ডেকেছে ইসি
তফশিল ঘোষণা উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে ডেকেছে ইসি
1 দিন আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল রেকর্ড ধারণ হবে আগামী ১০ ডিসেম্বর। এই জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-বাংলাদেশ বেতারকে করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (০৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ পূর্ণ কমিশন। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।
নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট
1 দিন আগে
পরবর্তী নির্বাচন আয়োজনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তিনি জানান, রিট আবেদনটি নট প্রেস করা হয়েছে। নির্বাচন হওয়ার পর আবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জেলা ও উপজেলা নির্বাচন অফিসারদের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগে রুল জারির আর্জি জানানো হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানে বস্তাবন্দি ব্যাগে মিললো একনলা বন্দুক-পাইপগান
নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থানে বস্তাবন্দি ব্যাগে মিললো একনলা বন্দুক-পাইপগান
2 দিন আগে
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙ্গা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ঐসময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এটি খুলে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরি পাইপপগান পাওয়া গেছে।