আর্কাইভ
লগইন
হোম
অবরোধ
খাগড়াছড়িতে ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
উত্তাল খাগড়াছড়িতে ০৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষিত ‘অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ০১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি জানানো হয়। 
4 দিন আগে
বুয়েট শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড
বুয়েট শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড
2025-08-27
পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় বুয়েট শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
শাহবাগ মোড় অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল
শাহবাগ মোড় অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল
2025-07-15
ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ‘ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করছেন তারা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এর পূর্বে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে ঐ এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।