আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ জালিম সরকারের হাত থেকে মুক্ত হয়েছে: শহীদ আবু সাঈদের বাবা
বাংলাদেশ জালিম সরকারের হাত থেকে মুক্ত হয়েছে: শহীদ আবু সাঈদের বাবা
দ্য নিউজ ডেস্ক
আগস্ট ০৫, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
11 ঘন্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।’
আবু সাঈদ হত্যায় বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর সম্পৃক্ত ছিলেন: তদন্ত কর্মকর্তা
আবু সাঈদ হত্যায় বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর সম্পৃক্ত ছিলেন: তদন্ত কর্মকর্তা
1 দিন আগে
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দ্বিতীয় দিনের মতো জবানবন্দিতে এই কথা বলেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ এ এই মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মো. মন্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ২০২৪ সালের নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন উপাচার্য হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও অন্য আসামিদের বেআইনি কার্যক্রম প্রতিরোধে কোনোরূপ ব্যবস্থা নেননি তিনি। তিনিসহ মামলায় মোট আসামি ৩০ জন। এর মধ্যে হাসিবুরসহ ২৪ আসামি পলাতক। অন্য ৬ আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
2 দিন আগে
মাত্র তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বিভিন্ন চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা ছিল ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’ গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় দানবাক্স থেকে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করে থাকেন। এসব দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু করা হবে। 
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা
3 দিন আগে
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে ৩ মাস ২৭ দিনে মিলেছে ৩৫ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্দুকে। এর পূর্বে, চলতি বছরের ৩০ আগস্ট এই মসজিদের দান বাক্সে ৪ মাস ১৭ দিনে পাওয়া গিয়েছিল ৩২ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এ ছাড়াও পাওয়া যায় বিপুল স্বর্ণ-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা। মসজিদ কর্তৃপক্ষ জানায়,আজ শনিবার সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় বিপুল পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।