আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত
দ্য নিউজ ডেস্ক
মার্চ ১২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিসিএফ
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা দিলো বিসিএফ
3 দিন আগে
ফ্রান্সে পড়তে আসা এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। সপ্তমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিস-১৩ এলাকার একটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মাননা দান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। সভাপতিত্ব করেন বিসিএফ সভাপতি এম. ডি. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, ফারসিনা হোসাইন ও তানিয়া রহমান। সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- ফরাসি উচ্চমাধ্যমিক (বাক) পাশ করা ১০ জন, স্নাতক পর্যায়ের ৩ জন, মাস্টার্স সম্পন্ন করা ১৬ জন এবং একজন চিকিৎসক। একই অনুষ্ঠানে ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে বিসিএফ।
জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক
জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক
2025-11-26
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে তার প্রার্থীতা ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এসময় জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন।
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য হলেন ৯ বাংলাদেশি
2025-11-25
নতুন বছরের ০১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর ও বিশ্বের বাণিজ্যিক রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। গত ০৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন। মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ০৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।